পৃথিবীর সব থেকে ছোট ভুতের গল্প - Knock / নক। মাত্র ২ লাইন।

পৃথিবীর সব থেকে ছোট ভুতের গল্প - Knock / নক। মাত্র ২ লাইন।

ভুতের গল্প তো অনেকেই পছন্দ করেন তাই না? ছোট বেলায় নানী, দাদীর কাছে অনেকেই ভুতের গল্প শুনতে আবদার করেছেন অনেকেই। 

পৃথিবীর সব থেকে ছোট ভুতের গল্প - Knock  নক। মাত্র ২ লাইন।


কত রকম ভুতের গল্পই তো আছে, তবে পৃথিবীর ছোট বা ক্ষুদ্রতম গল্প বা ‘ফ্লাশ ফিকশন’- হল "Knock"। এই গল্পটি লিখেছেন একজন আমেরিকান লেখক Fredric Brown (ফ্রেডরিক ব্রাউন)। এটাই পৃথিবীর সংক্ষিপ্ততম ভূতের গল্প হিসাবে পরিচিত।


গল্পটি হলো : 


“The last man on Earth sat alone in a room. There was a knock on the door…” 


বাংলা অনুবাদ : 


পৃথিবীর সর্বশেষ মানুষটি একাকী একটা রুমে বসে আছেন। হঠাৎ কে যেন তার দরজায় নক করল...। 



নিশ্চয়ই পাঠকের মনে অনেক প্রশ্ন এসেছে মাথায়। দরজায় কে নক করলো, কেন? এজন্যই দুটি লাইন হয়ে উঠেছে একটা গল্প। দারুণ মজার, তাই না।


সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। 

অসংখ্য ভুতের এবং রমাঞ্চকর ঘটনা শুনতে এই সাইট ভিসিট করতে পারেন।

Post a Comment

0 Comments