মানব মস্তিষ্ক নিয়ে মজার কিছু তথ্য!

মানব মস্তিষ্ক নিয়ে মজার কিছু তথ্য!

মানব মস্তিষ্ক নিয়ে মজার কিছু তথ্য!

  • মানব মস্তিষ্ক প্রতি সেকেন্ডে ১১ মিলিয়ন বিট তথ্য নেয়, কিন্তু মানুষ বুঝতে পারে এমন তথ্য মাত্র ৪০ বিট।
  • মানব মস্তিষ্ক প্রতিনিয়ত অনুমান করে চলে যে তার সামনের মানুষ কি বলবে বা বলতে পারে, সে কিছু বলার আগেই।
  • যদিও একটি মানুষের মস্তিষ্ক শরীরের মোট ওজন এর মাত্র ২% তবুও এটি মানব শরীরের ২০ % অক্সিজেন এবং রক্ত ব্যবহার করে এবং মোট ক্যালোরির ২০-৩০% ব্যবহার করে।
  • নার্ভা থেকে কোনো তথ্য মস্তিষ্ক এর দিকে যায় প্রায় ১৭০ মাইল/ঘন্টা
  • আমাদের মস্তিষ্ক আপাতদৃষ্টিতে কোনো বিষয় সম্পর্কে সচেতন ভাবে কোনো সিদ্ধান্ত নিয়ে নেয়, সেই বিষয়ে সচেতন ভাবে ভাবার ৭ সেকেন্ড আগেই।
  • আমাদের মস্তিষ্ক এর একটি অংশ যার নাম ইন্সুলা (the insula), যেটি আমাদের বলে দেয় কাউকে বিশ্বাস করবে,না কি করবে না।
  • আমাদের মস্তিষ্ক প্রতি সেকেন্ডে ৪০০ বিলিয়ন পয়েন্ট ডেটা প্রস্তুত করে।
  • গান শোনা হচ্ছে শুধু মাত্র একটি কাজ যা আমাদের মস্তিষ্ককে শান্ত করে, এর প্রতিটি অংশ কে একটিভ করে, এবং মস্তিষ্ক এর প্রতিটা অংশ কে কাজে ব্যবহার করে।
  • আমাদের মস্তিষ্কের বা ব্রেইনের নিজের কোনো পেইন রিসিপ্টর নেই, যার ফলে ব্রেইনে কোনো আঘাত লাগলেও ব্রেন তা অনুভব করতে পারবে না।
  • আমাদের মস্তিষ্ক এর ৭৫-৮০% ই হচ্ছে পানি।
  • মানব মস্তিষ্কে প্রতিদিন ১২,০০০ থেকে ৫০,০০০ এর মত চিন্তা বা ধারনা আসে বিভিন্ন বিষয় সম্পর্কে।
  • যখন আমরা কোনো ভালো মিউজিক শুনি তো তখন আমাদের ব্রেন ডোপামিন নামের ক্যামিকেল রিলিজ করে, যা আমাদেরকে প্রশান্ত করে।
  • একটি রিসেন্ট রিসার্চ এর পর বলা হয়েছে, দিনের চেয়ে আমাদের ব্রেইন একটিভ হয় রাতে বা ঘুমানোর সময় বেশি।
  • মানুষের ৮০% জেনেটিক সিকুয়েন্স কোড করা হয় ব্রেইন এর জন্য।

আমাদের ব্রেইন একটি কোড ক্রাকিং মেশিন! প্রমাণ চান?
It deson't mttear in waht oredr the ltteers in a wrod aeppar, the olny iprmoatnt tihng is taht the frist and lsat ltteer are in the rghit pacle.
এছাড়া আপনি উপরের বাক্যটি পড়তেই পারতেন না।

  • আমাদের স্মৃতি সাধারণত আমাদের মস্তিষ্ক এর hippocampus নামক অংশে সংরক্ষিত রাখে।
  • আমাদের মস্তিষ্ক ৮০% সময় অতীত এর স্মৃতি মনে করে ও ভবিষ্যৎ এর পরিকল্পনা করে দিনের মাঝে।
  • আমাদের মস্তিক এর ডোপামিন, সিরোটনিন,অক্সিটোসিন, ইন্ডোরফিন ক্যামিকেল আমাদের খুশি হবার কারণ, যখন এগুলো মস্তিষ্কে রলিজ হয় তখন ই আমরা খুশি হই।
  • আমাদের মানব মস্তিষ্ক কিন্তু মাল্টিটাস্কিং এর জন্য মোটেই ভালো না, যখন এটি একটি কাজ করে সে যদি ১০০% কাজ করতে পারে, সেই মস্তিষ্ক ই যখন ২ টি কাজ করবে তখন কাজ করতে পারবে মাত্র ১০%+১০%=২০%, আর ৮০% ই লস।
  • আর আমরা জানি, বা মানি যে মানব শরীরের সবচেয়ে দরকারি এবং গুরুত্ত্বপূর্ণ অংশ হচ্ছে মানব মস্তিষ্ক বা ব্রেইন। আচ্ছা এই যে একটা সিদ্ধান্ত দেয়া মানে "সবচেয়ে গুরুত্ত্বপূর্ণ হচ্ছে ব্রেইন" এটিও কিন্তু সয়ং ব্রেইন বা মস্তিষ্ক ই দিয়েছে!

Post a Comment

0 Comments