ইন্টারনেট ছাড়া ইউটিউব ভিডিও দেখার উপায়

ইন্টারনেট ছাড়া ইউটিউব ভিডিও দেখার উপায় / How to watch YouTube videos without internet

আপনি কি জানেন ইন্টারনেট কানেকশন ছাড়াই অফলাইনেও YouTube ভিডিও দেখা যায়? এই জন্য অন্য কোন অ্যাপ ডাউনলোড করতে হবে না। iPhone ও Android গ্রাহকরা অফিশিয়াল YouTube অ্যাপ থেকেই অফলাইনে সকল ভিডিও দেখতে পারবেন। [How to watch YouTube videos without internet]

ইন্টারনেট ছাড়া ইউটিউব ভিডিও দেখার উপায়

আরও পড়ুনঃ ইন্টারনেট ছাড়া ফেসবুক চালানোর উপায়

ইন্টারনেট ছাড়া ভিডিও ডাউনলোড করার উপায়

কিন্তু ইন্টারনেট ছাড়া ইউটিউব ভিডিও দেখবেন কীভাবে? এর জন্য ইন্টারনেট সক্রিয় থাকার সময় আপনাকে ভিডিও ডাউনলোড করে নিতে হবে। একবার ডাউনলোড হয়ে গেলে পরে যে কোন সময় অফলাইনে সেই ভিডিও দেখতে পারবেন। কীভাবে ইন্টারনেট ছাড়া ইউটিউব ভিডিও দেখবেন? চলুন জানা যাক:

  • প্রথমে ফোনে ইউটিউব অ্যাপ ডাউনলোড করুন
  • এরপর ইউটিউব অ্যাপটি ওপেন করুন
  • ইউটিউবের হোম পেজে উপরের ডান দিকে সার্চ আইকনে ট্যাপ করুন
  • এবার যে ভিডিওটি অফলাইনে দেখতে চান সেটি সার্চ করুন
  • ভিডিও স্ট্রিমিং শুরু হলে নীচে Download আইকনে ট্যাপ করুন
  • এর পরে ডাউনলোডের কোয়ালিটি বেছে নিন। YouTube Premium সাবস্ক্রিপশন না থাকলে 144p ও 360p রেজোলিউশনে ভিডিও ডাউনলোড করা যাবে। 720p ও 1080p রেজোলিউশনে ভিডিও ডাউনলোড করতে Premium সাবস্ক্রিপশন বাধ্যতামূলক
  • ভিডিও কোয়ালিটি সিলেক্ট করে স্ক্রিনের নীচে Download অপশন বেছে নিন

WiFi এর সঙ্গে কানেকটেড না থাকলে YouTube অ্যাপ ওপেন করে Settings থেকে Backgrounds and Downloads অপশন বেছে নিয়ে Download over WiFi অপশন বন্ধ করে দিন

ডাউনলোড করা ভিডিও অফলাইনে দেখবেন কীভাবে?

  • একবার কোন ভিডিও ডাউনলোড হয়ে গেলে YouTube অ্যাপ ওপেন করে ডান দিকে নীচে Library অপশন বেছে নিন
  • এর পরে Downloads সিলেক্ট করলে নিজের ডাউনলোড করা সব ভিডিওর তালিকা দেখতে পারবেন
  • যে ভিডিওটি চালাতে চান সেই ভিডিওটির উপরে ট্যাপ করলেই ইন্টারনেট কানেকশন ছাড়াই আপনার ফোনে YouTube ভিডিও চলতে শুরু করবে।

Post a Comment

0 Comments