ফোনের কল কীভাবে কম্পিউটারে রিসিভ করবেন?

ফোনের কল কীভাবে কম্পিউটারে রিসিভ করবেন?

ফোনের কল কীভাবে কম্পিউটারে রিসিভ করবেন?

“how to receive calls from computer?” 

প্রথমে মোবাইলে গুগল প্লে স্টোর থেকে ‘Link To Windows’ নামের একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। এটি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করা সম্ভব। এরপর ইনস্টল করে মোবাইলের ব্লুট্যুথ ও ওয়াইফাই অ্যাক্সেস দিতে হবে। এবার ব্লুট্যুথ এবং ওয়াই-ফাইয়ের সাহায্যে স্মার্টফোনের সঙ্গে কম্পিউটার যুক্ত করে নিতে হবে।

একইভাবে কম্পিউটার অথবা ল্যাপটপে মাইক্রোসফটের স্টোর থেকে ডাউনলোড করুন ‘Phone Link’ নামক সফটওয়্যার। এটিও স্টোর থেকে বিনামূল্যে ডাউনলোড করা যাবে। এর মাধ্যমে ল্যাপটপ ও কম্পিউটারের সঙ্গে ফোন সংযুক্ত করা যাবে।

এবার তাহলে জেনে নেওয়া যাক ফোন সংযুক্ত করার পদ্ধতি।

মোবাইলের সঙ্গে কম্পিউটার সংযুক্ত করার জন্য খুলতে হবে ‘Link To Windows’ অ্যাপটি। একই সময়ে কম্পিউটারে ‘Phone Link’ সফটওয়্যারে ডাবল ক্লিক করলে ওপেন হবে এই সফটওয়্যারটিও। এরপর মোবাইলে ডিভাইস স্ক্যান করলে সেখানে উইন্ডোজ কম্পিউটার শো করবে। তখন কম্পিউটারটি সিলেক্ট করে পারমিশন দিলেই কম্পিউটারে কল-লগ এবং ডায়লার দেখা যাবে।

এখন মোবাইলে আসা যে কোনো কল চাইলেই কম্পিউটারে রিসিভ করে কথা বলা যাবে।

Post a Comment

0 Comments