iPhone কেনার আগে যে বিষয়গুলো বিবেচনা করা উচিত।

iPhone কেনার আগে যে বিষয়গুলো বিবেচনা করা উচিত।

iPhone কেনার ইচ্ছে এমনিতে কার না থাকে! কিন্তু এই মুহূর্তে যদি আপনি আধ খাওয়া আপেলের লোগোযুক্ত প্রিমিয়াম স্মার্টফোন কেনার পরিকল্পনা করে থাকেন, তাহলে এই তিনটি বিষয় আগে বিবেচনা করুন। যারা অধীর আগ্রহে এই মুঠোফোন কেনার জন্য সঞ্চয় করছেন, তাদের জন্য এই পোস্টটি কাজে লাগবে। তবে যদি একদম লেটেস্ট iPhone  কিনতে নাও চান, তাহলেও নিম্নলিখিত বিষয়গুলি খেয়াল করুন।

"think before buying new iphone"

 

iPhone কেনার আগে যে বিষয়গুলো বিবেচনা করা উচিত।

১. পুরনো আইফোনগুলি আরো সস্তা হতে পারে

সাধারণত নতুন আইফোনগুলি চালু হওয়ার পর কিছু পুরোনো মডেলগুলির দাম আগের থেকে হ্রাস পায়। আইফোন ১৩ এবং ১৪ লঞ্চের সময়ও ঠিক একই ঘটনা ঘটেছিল। তাই এবারেও আইফোন ১৫ সিরিজের মুক্তির পর পুরোনো সিরিজ গুলি তুলনামূলক কম দামে পাওয়া যাবে বলে আশা করা যায়।

২. উত্‍সবের মরসুমের বিশেষ অফার

বিভিন্ন উৎসবের আগে ই-কমার্স প্ল্যাটফর্ম ও মোবাইল অপারেটরগুলি অন্যান্যবারের মতই বিশেষ সেলের আয়োজন করে। সেক্ষেত্রে ওই সেলগুলিতে আকর্ষণীয় মূল্যে আইফোন কেনার সম্ভাবনা থেকেই যায়।

৩. একই দামে বা কম দামে অ্যান্ড্রয়েড ফ্ল্যাগশিপের বিকল্প

আইফোনের ফিচার বা পারফরম্যান্স প্রিমিয়াম হলেও, অনেকেই ফিচারে ঠাসা অ্যান্ড্রয়েড ফোনগুলিকে বিকল্প হিসেবে বেছে নেন। ফলে তাদের পছন্দের তালিকায় থাকে OnePlus, Samsung, Xiaomi-র মত ব্র্যান্ডের ডিভাইস। সেক্ষেত্রে OnePlus, অক্টোবরের মাঝামাঝি সময়ে একটি ফোন চালু করবে বলে আশা করা হচ্ছে, যা সম্ভবত প্রিমিয়াম ফ্ল্যাগশিপ ফোন হিসেবে বাজারে পা রাখবে। আবার Samsung-এর সদ্য লঞ্চ হওয়া ফোল্ডেবল এবং ফ্লিপ ফোনও এদেশে পাওয়া যাচ্ছে।

আরও পড়ুনঃ কিভাবে আপনার iPhone / আইফোন এর ব্যাটারি সাশ্রয় করবেন?

আমাদের আজকের এই আর্টিকেল যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আর্টিকেলটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন।

ধন্যবাদ,

## আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে সাথে থাকুন।
##  আমাদের টুইটা্রে ফলো করুন।
## আমাদের পিন্টারেস্টে ফলো করুন।
## ফ্রি সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে চাইলে ফেসবুকের এই গ্রুপে জয়েন করতে পারেন। 

 

Post a Comment

0 Comments