মোবাইল ফোনের ব্যাটারি ফুলে যাওয়ার কারন এবং এর প্রতিকার

মোবাইল ফোনের ব্যাটারি ফুলে যাওয়ার কারন এবং এর প্রতিকার

বর্তমান সময়ে স্মার্টফোন এখন মানুষের নিত্যসঙ্গী হয়ে উঠেছে। ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মানুষদের হাতেও এখন স্মার্টফোন দেখা যায়। সবাই বিভিন্ন রকম দরকারে ও বিনোদনের জন্য স্মার্টফোন ব্যবহার করে থাকেন। যেমন- বাচ্চারা গেম খেলতে স্মার্টফোন ব্যবহার করে আবার বয়স্করা হয়তোবা একটু নাটক সিনেমা দেখা বা বিনোদনের জন্য ব্যবহার  করে থাকেন।

 মোবাইল ফোনের ব্যাটারি ফুলে যাওয়ার কারন এবং এর প্রতিকার।


তবে স্মার্টফোন যেমনি হোকনা কেনো এর ব্যাটারির কার্যক্ষমতা অনেক দরকারী একটি বিষয়। অনেক সময় এমন হয় যে, স্মার্টফোনের ব্যাটারি ফুলে যায় বা ফেটে যায়। এই ঘটনা প্রায়শই ঘটে থাকে যে কারণে এটাকে তুচ্ছ ঘটনা হিসাবে বিবেচনা করা যায়না। আর এমন ঘটনা ঘটার কারণে সবার মধ্যে বেশ ভীতির সঞ্চারও হয়েছে।


সবাই এখন ফোন ব্যবহার করে আর প্রায়শই ব্যাটারি ফোলা বা ফেটে যাওয়ার কথা চিন্তা করে ভয়ে কেপে ওঠে। তবে আসলে যে কেনো ফোনের ব্যাটারি ফুলে যায় এবং এর প্রতিকার কি, তা সবাই জানেন না। এজন্য আজ আমরা জানবো কি কি কারণে ফোনের ব্যাটারি ফুলে যায় এবং এর প্রতিকার কি।


স্মার্টফোনের ব্যাটারি ফোলা ও ফেটে যাওয়ার কারণসমূহঃ


১. চার্জ দিয়ে ফোন ব্যবহার করা

এই কাজটি ৮০ শতাংশ যুবক-যুবতীরা করে থাকে। এমন হয়েই থাকে যে তাদের কোনো নাটক সিনেমা দেখার সময়ে বা গেম খেলার সময়ে ফোনের চার্জ ফুরিয়ে যায়। এমতাবস্থায় তারা ফোন চার্জ করাতে না দিয়ে, ফোন চার্জে দিয়েই ব্যবহার করা শুরু করে। আর এমন করলে আস্তে আস্তে ফোন গরম হওয়া শুরু হয় এবং ব্যাটারি নষ্ট হয়ে যায় আর এক পর্যায়ে ব্যাটারি ফুলে যায় বা ফেটেও যেতে পারে।


তাই আমি সবাইকে অনুরোধ করবো কেউ যেনো আর ফোন চার্জে দিয়ে ব্যবহার করবেন না। ফোন এর ব্যাটারি লো হলে চার্জ করিয়ে নিবেন তারপর ব্যবহার করবেন।


২. ফোন বারবার হাত থেকে পড়ে যাওয়া 

অনেক সময় ব্যবহারকারীদের হাত থেকে ফোন পড়ে যায়। এটা ইচ্ছাকৃতভাবে কেউ করেনা কিন্তু বারবার এমন হলে, ফোনের কিছু শারীরিক ক্ষতি হয়ে যায়। ফলে ফোন চার্জে দিলে ওভার হিটিং, শর্ট সার্কিট, ব্যাটারি ফোলা বা ফেটে যাওয়ার মতো দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাই এরকম কোনো ঘটনার আচ পেলেই ব্যাটারি বদলে ফেলুন। কারণ হঠাৎ কোন দুর্ঘটনা ঘটে গেলে পরে পস্তাতে হবে। 


৩. অতিরিক্ত চার্জ দেয়া

অতিরিক্ত চার্জ দেয়ার মানে হচ্ছে ব্যাটারি ফুল হয়ে যাওয়ার পরেও অধিক সময় ফোন চার্জে বসিয়ে রাখা। যেমন - ধরুন আপনার ফোন চার্জ ফুল হওয়া সত্ত্বেও যদি ২ ঘন্টা চার্জে বসিয়ে রাখেন আর যদি প্রায়শই এমন ঘটনা ঘটে, তাহলে এমন ব্যাটারি ফোলা বা ফেটে যাওয়ার মতো ঘটনা ঘটতে পারে। অথবা আমরা সবাই হয়তো রাতে ঘুমানোর সময় ফোন চার্জে দিয়ে ঘুমিয়ে যাই।


আর সারারাত ফোন চার্জ হয় এবং ওভারহিট হয়। ফলে ফোন অনেক সময় গরম হয় এবং ফুলতেও থাকে। তাই সবসময় চেষ্টা করবেন এরকম না করার এবং চার্জ হয়ে গেলে খুলে রেখে দেয়ার। 


৪. অতিরিক্ত গেম খেলা

বর্তমান সময়ে অল্পবয়সী ছেলে মেয়েরা কিছু ভারী গেম খেলার নেশায় আসক্ত হয়েছে। এর মধ্যে ফ্রি ফায়ার, পাবজি অন্যতম। এসব গেমগুলো অধিক মাত্রায় খেলার ফলে ফোন গরম হয় এবং ব্যাটারির উপর অধিক মাত্রায় চাপ পড়ে। এরকম চলতে চলতে একসময়ে ব্যাটারি ফোলা ও ব্লাস্ট হয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। তাই সবসময় চেষ্টা করবেন অল্পমাত্রায় এসব গেম খেলার যাতে কোন বিপদের সম্মুক্ষীন না হতে হয়।


৫. ব্যাটারি প্রস্তুত এর সময়ের সমস্যা

এই বিষয়টিতে ব্যবহারকারীর কোন দোষ নেই। যখন ব্যাটারি প্রস্তুত করা হয়, তখন অনেক সময় বিভিন্ন যান্ত্রিক বা প্রযুক্তিগত ভুলের কারণে ব্যাটারির লিথিয়াম-আয়ন পরীক্ষা না হওয়া, বা অন্য বিভিন্ন সমস্যা হতে পারে। এসব কারণেও ব্যাটারি অল্প কিছুদিন ব্যবহারের পর ফুলতে পারে।


তবে এসব সমস্যার পূর্বাভাস পেলেই সার্ভিসিং সেন্টারে যোগাযোগ করে ব্যাটারি বদলে ফেলবেন। নইলে বিপদ হতে পারে। আর ওয়ারেন্টির ব্যাপারটা তো বলার প্রয়োজন নেই সবাই জানেনই।


৬. ফোন রোদে ফেলে রাখা

ফোন রোদে ফেলে রাখা অনেক অজানা ভুলগুলোর মধ্যে একটি। আমরা অনেক সময়ই অজানায় আমাদের ফোন রোদে ফেলে রাখি। যেমন- ধরুন মাঠে খেলাধুলার সময়ে, বা ছাদে রোদ পোহানোর জন্য গেলে ফোন রোদে ফেলে রাখি। অধিক সময় ফোন রোদে রাখলে ফোন আগুনের মতো গরম হয় এবং ব্যাটারি ব্লাস্ট হতে পারে। তাই আজ আর এখন থেকেই সাবধান হয়ে যান। খবরদার ফোন আর রোদে ফেলে রাখবেন না, নইলে কোন বিপদ ঘটলে আমি দায়ী নই। 


৭. কমদামী চার্জার ব্যবহার

অনেক সময়ই এমন হয় যে আমাদের ফোনের অরিজিনাল চার্জার নষ্ট হয়ে যায়। আর আমরা আলসেমি করে বা টাকা না থাকায় কমদামী সস্তা চার্জার কিনে ব্যবহার করি। এসব চার্জারে ফোন চার্জ করালে ফোনে অনেক ধরনের সমস্যা হয় এবং ব্যাটারি ফোলা, নষ্ট হওয়া এবং ব্লাস্ট হওয়ার অন্যতম কারণ হলো এসব বাজে চার্জার ব্যবহার।


তাই এখনি আপনার সস্তা, কমদামী চার্জার বদলান আর ভালো, আসল চার্জার ব্যবহার শুরু করুন। সময় থাকতে সুপথে আসুন নইলে পরে পস্তাতে হবে। 


৮. অতিরিক্ত মাত্রায় ভারী এপ্লিকেশন ব্যবহার

আমরা অনেকেই ফোনে অনেক ভারী ভারী গেম এবং এপ্লিকেশন ইনস্টল করে রাখি এবং ব্যবহার করি। এতে ফোনের স্টোরেজ তো ফুল হয়ই আবার ফোনের ব্যাটারিও প্রভাবিত হয়। তাই ফোনে অপ্রয়োজনীয় কোনো ভারী এপ্লিকেশন বা গেম রাখবেন না এবং যথাসম্ভব ফোনের স্টোরেজ ফাকা রাখবেন। নইলে এসব এপ্লিকেশন এর চাপে ফোনের ব্যাটারি নষ্ট, ফোলা বা ব্লাস্ট হতেও পারে। তাই সময় থাকতে সাবধান হয়ে যান। 

 
এইছিলো আজকের মতো ফোনের ব্যাটারি ফোলা ও এর প্রতিকার নিয়ে আমাদের বিস্তারিত পোস্ট। 


উপসংহার

ফোনের ব্যাটারি ফুলে যাওয়া আজকালকার কমন সমস্যা। এই সমস্যার কারণ ও প্রতিকার তো আপনারা জেনে নিলেন। আশা করি ভবিষ্যতে এসব ভুলগুলো আর করবেন না। আর করলে দায়ভার আপনার। আজকের পোস্ট নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থেকে থাকে তাহলে জানাতে পারেন কমেন্ট বক্সে। 

ধন্যবাদ,


Post a Comment

0 Comments