আপনি যে মোবাইল অপারেটর ব্যাবহার করেন না কেন প্রোমোশনাল SMS দিয়ে আপনার মেজাজ খারাপ করবেই। এর থেকে কোনো মুক্তি নেই। অফিসের কাজে বিজি আছেন, জরুরী মিটিংয়ে রয়েছে, ড্রাইভ করছেন কিংবা কুকিং করছেন এই সকল SMS যখন তখন কোনো নিদির্ষ্ট সময় ছাড়াই চলে আসে। এখন আবার SMS এর সাথে সাথে কল দিয়েও এই সকল প্রমোশনাল জিনিসপত্র চলা শুরু করেছে! এটা খুবই বিরক্তিকর!
তো চলুন দেখে নেই এই সকল প্রমোশনাল SMS গুলো বন্ধ করে দেই।
গ্রামীণফোন
গ্রামীণফোন ইউজারদের জন্য আপনাকে ডায়াল করতে হবে *১২১*১১০১# তাহলেই কিছুক্ষণের মধ্যে আপনার ডিভাইসে SMS চলে আসবে প্রমো বন্ধ করার যাবতীয় নির্দেশনা সহ।
আবার অনেক সময় দেখা যায় যে নতুন নতুন ইন্টারনেট বা টকটাইম অফার এই সকল প্রমো SMS এর মাধ্যমেই চলে আসে। তাই আপনি যদি আবারো এই সকল প্রমো মেসেজ চালু করতে চান তাহলে ডায়াল করুন *১২১*১১০২#।
বাংলালিংক:
বাংলালিংকের প্রমো মেসেজ বন্ধ করতে চাইলে আপনার মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে OFF এবং পাঠিয়ে দিন ৬১২১ নাম্বারে।
একই ভাবে প্রমো মেসেজ চালু করতে চাইলে ON লিখে সেন্ড করুন ৬১২১ নাম্বারে।
রবি
জ্বলে উঠুন আপন বিরক্তকর মেসেজে! রবি গ্রাহকেরা প্রমোশনার মেসেজগুলো বন্ধ করতে ডায়াল করুন *৭# এবং ২ চাপুন।
আবারো মেসেজে জ্বলে উঠতে চাইলে ডায়াল করুন *৭# এবং ১ চাপুন।
এয়ারটেল
আপনার জানেন যে এখন এয়ারটেল আর রবি দুটো একই ভাবে মার্জিত হয়ে গিয়েছে তাই এদের সিস্টেমটিও একই । এয়ারটেলও গ্রাহকেরা প্রমোশনার মেসেজগুলো বন্ধ করতে ডায়াল করুন *৭# এবং ২ চাপুন।
আবারো মেসেজে ভেসে যেতে চাইলে ডায়াল করুন *৭# এবং ১ চাপুন।
টেলিটক
দেশের একমাত্র সরকারি মোবাইল অপারেটর হচ্ছে টেলিটক। আর যারা নিয়মিত টেলিটক ব্যবহার করেন তারা জানেন যে টেলিটক থেকে খুবই প্রমোশনাল মেসেজ এসে থাকে। অনেকের ক্ষেত্রে ২/৩ মাসে একটি/দুটি করে আসতে পারে। কিন্তু এই টেলিটক থেকে এখন পর্যন্ত Promo SMS বন্ধ করার কোনো সার্ভিস চালু হয় নি।
0 Comments