কিভাবে Schedule Email / শিডিউল ইমেইল পাঠাবেন?

কিভাবে Schedule Email / শিডিউল ইমেইল পাঠাবেন?

ইমেইল শিডিউল ফিচারের মাধ্যমে নিজের ইচ্ছামতো তারিখ ও সময়ে স্বয়ংক্রিয়ভাবে মেইল সেন্ড করা যায়। জিমেইলে এ সুবিধা ব্রাউজার এবং অ্যাপ-উভয় ক্ষেত্রে রয়েছে। আজ আমরা জানবো কিভাবে শিডিউল ইমেইল পাঠাবেন?

 "how to send schedule email?"

কিভাবে Schedule Email / শিডিউল ইমেইল পাঠাবেন?

ই-মেইল শিডিউল ফিচারে ১০০টি পর্যন্ত মেইল শিডিউল করা যায় এবং যেকোনো সময় এডিট করা যায়। শিডিউল মেইল যাকে পাঠাবেন তিনি বুঝতে পারবেন না যে, মেইল শিডিউল করে পাঠানো হয়েছে। 

শিডিউল ইমেইল কিভাবে পাঠাবেন?

কম্পিউটার থেকে শিডিউল ই-মেইল পাঠাবেন যেভাবে:

  1. প্রথমে gmail.com অ্যাকাউন্টে লগইন করতে হবে।
  2. এরপর কম্পোজ-এ ক্লিক করে প্রাপকের ই-মেইল অ্যাড্রেস দিয়ে মেইলটি ড্রাফটে সেভ করতে হবে।
  3. এবার সেন্ড বাটনের পাশে ড্রপডাউন অ্যারোতে ক্লিক করে শিডিউল সেন্ড অপশন সিলেক্ট করতে হবে।
  4. এখানে আগামী কয়েক দিনের কয়েকটি প্রি-সেট অপশন দেখাবে। এর মধ্যে কোনোটি আপনার জন্য উপযুক্ত শুধু সেটিতে ক্লিক করুন। আপনার ই-মেইলটি শিডিউল হয়ে যাবে।
  5. আর কোন তারিখ বা সময় যদি বেছে নিতে চান তবে পিক ডেট অ্যান্ড টাইমে ক্লিক করতে হবে।
  6. একটি ক্যালেন্ডারে কখন মেইলটি শিডিউল করতে চান সেই তারিখ সিলেক্ট করতে পারেন অথবা ম্যানুয়ালি টেক্সট ফিল্ডে সময়সহ ডেট দেওয়া যেতে পারে।
  7. সব শেষে ‘শিডিউল সেন্ড’-অপশনে ক্লিক করলেই আপনার ই-মেইলটি সেই নির্দিষ্ট তারিখ এবং সময়ের জন্য শিডিউল হবে।

মোবাইল অ্যাপের মাধ্যমে ই-মেইল শিডিউল করবেন যেভাবে:

  1. প্রথমে অ্যান্ড্রয়েড বা আইফোনে জিমেইল অ্যাপটি ওপেন করতে হবে।
  2. এবার কম্পোজ এ ক্লিক করে প্রাপকের ই-মেইল অ্যাড্রেস দিয়ে যে ই-মেইলটি পাঠাতে চান সেটি ড্রাফট করতে হবে।
  3. এরপর উপরে ডানদিকে থাকা থ্রিডট মেনুতে ক্লিক করে শিডিউল সেন্ড-এ ট্যাপ করতে হবে।
  4. এখান থেকে ‘পিক ডেট অ্যান্ড টাইম’ অপশনসহ কয়েকটি অপশন পাওয়া যাবে। তারিখ এবং সময় ম্যানুয়ালি সেট করতে ‘পিক ডেট অ্যান্ড টাইম’-এ ক্লিক করতে হবে।

এবার তারিখ এবং সময় নির্বাচন করে ‘শিডিউল সেন্ড’ অপশনে ক্লিক করতে হবে। 

বন্ধুরা এই ছিল আজকের পোস্ট। আশা করি পোস্টটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। পোস্টটি ভালো লাগলে এক্ষনি বন্ধুদের সাথে শেয়ার করে দিন।

ধন্যবাদ,

## আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে সাথে থাকুন।
##  আমাদের টুইটা্রে ফলো করুন।
## আমাদের পিন্টারেস্টে ফলো করুন।
## ফ্রি সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে চাইলে ফেসবুকের এই গ্রুপে জয়েন করতে পারেন।

 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.