বাংলাদেশে চাকরি খোঁজার ১০টি বিশ্বস্ত ওয়েবসাইট
পড়াশুনা শেষ করে একজন তরুণ কিংবা তরুণীর সর্ব প্রথম ভাবনাই দাঁড়ায় এটি। অনেকের ক্ষেত্রে আবার পড়াশুনা চলাকালীণ সময়ই চাকরি করার প্রয়োজন দেখা দেয়। কিন্তু, সঠিক জায়গায় অথবা সঠিক উপায়ে না এগোলে চাকরি নামের সোনার হরিণটা পাওয়া কিন্তু মোটেও সহজ নয়।
তবে, চাকরি আর আজকাল বাংলা সিনেমার নায়কদের মত রাস্তায় রাস্তায় ঘুরে
খুঁজতে হয় না। অনলাইন ওয়েবসাইটগুলো এই বিষয়টি এখন অনেক সহজ করে দিয়েছে।
সেক্ষেত্রে প্রথমেই প্রয়োজন চাকরির বিশ্বস্ত ওয়েবসাইট যার মাধ্যমে বিভিন্ন
চাকরি সম্পর্কে আপনি জানতে পারবেন। সেখানে সিভি জমা দিয়ে আবেদন করতে
পারবেন।
আর তাই তো বাংলাদেশের বিশ্বস্ত কিছু ওয়েবসাইট নিয়ে এই আর্টিকেলটি সাজানো হয়েছে। চলুন তাহলে দেখে নেই চাকরি খোঁজার সেই ওয়েবসাইটগুলো-
চাকরি খোঁজার ওয়েবসাইট
চাকরি পেতে হলে হাত-পা গুটিয়ে বসে থাকলে হবে না। যদিও করোনাকালীণ এই সময়ে ঘরে বসে চাকরি করার অনেক অপশন তৈরি হয়েছে, তবু আপনাকে আগে ওয়েবসাইটের মাধ্যমেই কাংখিত চাকরিটি খুঁজে নিতে হবে। তাই, চাকরির খবর পাওয়া যায়, চাকরির বিজ্ঞাপন প্রকাশ করা হয়, এমন ওয়েবসাইটগুলোর সাথে পরিচিত হয়ে নিন।
bdjobs.com
অনলাইনে জব মার্কেটে বিডিজবস ডট কম এখন পর্যন্ত সবার থেকে এগিয়ে। সবচেয়ে বেশি নির্ভরযোগ্য ওয়েবসাইট হিসেবে বাংলাদেশে এটি স্বীকৃত। ২০২০ সালের জুলাই মাসে ৮ জন মিলে এই ওয়েবসাইটটি প্রতিষ্ঠা করেন যারা ব্যবসা এবং প্রযুক্তি ক্ষেত্রে অত্যন্ত দক্ষ।
চাকরী প্রার্থী এবং নিয়োগদাতাদের প্রয়োজন বিষদ বিশ্লেষণের মাধ্যমে এই বিডি জবস তাদের কার্যক্রম নিপুণভাবে চালিয়ে যাচ্ছে।
বিডি জবস এর নির্ভরতা তাদের ওয়েবসাইটের ডাটা থেকেই বোঝা যায়। প্রতি মাসে তাদের পেইজ কমপক্ষে ৪০ মিলিয়ন চাকরীপ্রার্থীর নজর পেয়ে থাকে। এছাড়াও, প্রতিদিন গড়ে এই সংখ্যা ১, ১০, ০০০। ১২০০০ এরও বেশি কর্পোরেট একাউন্ট এবং ১.৭ মিলিয়নেরও বেশি সিভি জমা হয়ে থাকে এই ওয়েবসাইটে।
uncareer.net
এই ওয়েবসাইটটি অলাভজনক আন্তর্জাতিক একটি প্রতিষ্ঠান। বিভিন্ন এনজিও তে থাকা খালি পোস্টগুলোর চাকরির বিজ্ঞাপন দেওয়া হয় এখানে। এটি জাতিসংঘের কোনো প্রাতিষ্ঠানিক সংঘ নয়। ইউএন, ইউএনডিপি, এনজিও এইসব সংস্থাগুলোর বিভিন্ন সুযোগ সুবিধা এবং চাকরির তথ্য এই ওয়েবসাইটে রয়েছে।
বলা যেতে পারে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর কোনটিতে কখন নিয়োগের জন্য আবেদন করতে হবে তা এখন সেগুলোর প্রত্যেকটির ওয়েবসাইটে প্রবেশ করে দেখার প্রয়োজন নেই। বরং, সব সুবিধাই এখন এই একটি প্ল্যাটফর্মেই। শুধু চাকরি নয়, বরং অন্যান্য ক্যারিয়ার সুবিধাও এখানে পাওয়া সম্ভব। ইন্টার্নশিপের জন্যও এই প্ল্যাটফর্ম ব্যবহার করার সুযোগ রয়েছে।
skill.jobs
স্কিল ডট জব হল আরেকটি চাকরীর বিশ্বস্ত ওয়েবসাইট যেখানে ২০ বছরের অভিজ্ঞতার প্রেক্ষিতে চাকরীর বিভিন্ন দিক তুলে ধরা হয়। বিশ্ব ক্ষেত্রে, বিশেষত বর্তমানে কোন চাকরীর সুযোগ সুবিধা এবং চাহিদা কেমন সেটার আলোকে এই ওয়েবসাইটটি সাজানো। সুতরাং, চাকরি খোঁজার ওয়েবসাইট হিসেবে এটি অত্যন্ত বিশ্বস্ত।
প্রযুক্তিগত উন্নয়ন, বিশ্ব বাজারের চাহিদা, দক্ষতা এবং প্রয়োজন অনুসারে সময়োপযোগী ওয়েবসাইট এটি। এই প্রতিষ্ঠানটি প্রথমে জবসবিডি ডট নামে পরিচিত ছিল। পরবর্তীতে এর উদ্দেশ্য আরও ভালোভাবে প্রকাশ পাওয়ার জন্য স্কিল ডট জবস নামটি ধারণ করে।
job.com.bd
২০০৫ সাল থেকে পরিচালিত হয়ে আসা জব ডট কম ডট বিডি একটি অনন্য ওয়েবসাইট। চাকরি বাজারের কল্যাণে নিজের স্বকীয়তা ধরে রেখেছে এটি অসাধারণভাবেই। এদের পদ্ধতি এতটাই উন্নত যে নিয়োগপ্রার্থী এবং নিয়োগদাতাদের একই স্থানে নিয়ে আসতে সক্ষম এরা।
বহু তরুণের স্বপ্ন পূরণের মাধ্যম এই ওয়েবসাইটটি যথেষ্ট সমাদৃত। একটি বিশাল সীমানা পর্যন্ত এদের নেটওয়ার্ক বিস্তৃত। যে সীমানায় একজন চাকরি প্রার্থী প্রয়োজন সহজেই মেটানো সম্ভব।
bdjobstoday.com
এটি একটি সংবাদপত্র ভিত্তিক সাইট বা সংস্থা। সরকারি এবং বেসরকারি সব ধরনের চাকরির সার্কুলার এখানে পাওয়া সম্ভব। প্রতিষ্ঠান থেকে যেভাবে সার্কুলার প্রকাশিত হয়, ঠিক সেভাবেই এখানে তা পাওয়া যায়। এই সাইটটি গড়ে তুলতে সহায়তা করেছে indexbd.com।
চাকরির সার্কুলারগুলোকে বিভিন্ন ভিত্তিতে মোট ১৫ টি ভাগে ভাগ করে এই সাইটে প্রকাশ করা হয়। এর মাধ্যমে অত্যন্ত সহজেই একজন চাকরি প্রার্থী তার প্রয়োজন এবং দক্ষতার ভিত্তিতে চাকরির জন্য আবেদন করার সুযোগ পেতে পারে।
glassdoor.com
গ্লাসডোর ডট কম হল এমন একটি ওয়েবসাইট যা খুব সহজেই একজন চাকরি প্রার্থীকে তার পছন্দের চাকরির খোঁজ এনে দিতে পারে। অন্যান্য ওয়েবসাইটগুলোর সাথে গ্লাসডোর এর কিছুটা ভিন্নতা আছে। এই ওয়েবসাইটে আপনি জানতে পারবেন আপনার স্যালারি সম্পর্কেও, যেটি অন্যান্য ওয়েবসাইট সাধারণত অনুমতি দেয় না।
এর ডাটাবেজে এক মিলিয়নেরও বেশি কোম্পানির তথ্য, ইন্টারভিউ প্রশ্ন, ইন্টারভিউ রিভিউ, ইনকামের তথ্য, কোম্পানি রিভিউ, অফিস ছবিসহ গুরুত্বপূর্ণ ডকুমেন্ট রয়েছে। সার্বিক দিক বিবেচনার পাশাপাশি আপনার কর্মক্ষেত্রের পরিবেশ সম্পর্কেও এই চাকরি খোঁজার ওয়েবসাইট গ্লাসডোরে ধারণা পেয়ে যেতে পারেন খুব সহজেই।
বিভিন্ন সুযোগ সুবিধা জানার জন্য এই ওয়েবসাইটটি সত্যিই অনবদ্য। গ্লাসডোর ডট কম এই তথ্যগুলো সংগ্রহ করে থাকে ঐ কোম্পানিতে কর্মরতদের থেকেই যারা কোম্পানি সম্পর্কে সবচেয়ে ভালো ধারণা রাখে। তাই, তথ্য বিভ্রান্তির সম্ভাবনাও নেই। অন্যান্য ওয়েবসাইটগুলোর তুলনায় এই ক্ষেত্রগুলোতে গ্লাসডোর ডট কমই এগিয়ে।
youthop.com/bd
চাকরির সার্কুলার থেকে শুরু করে সিভি জমা, এমনকি সিভি বানানোর কৌশল, ক্যারিয়ারের নির্দেশনা সব কিছুই আমরা উপরের ওয়েবসাইটগুলোতে পেয়েছি। একই সুযোগ সুবিধা এই ওয়েবসাইটতেও বিদ্যমান।
তবে, এতে আরও কিছু নতুনত্ব আছে। আর তা হল বিভিন্ন ওয়ার্কশপ, প্রশিক্ষণ, স্কলারশিপ বা বৃত্তি, ইন্টার্নিশিপ এর সুব্যবস্থা। পুরো বিশ্বের সুযোগ অনুসন্ধানের এক অনন্য প্ল্যাটফর্ম এটি, যা একজনের সামনে পুরো বিশ্বের কাছে নিজের যোগ্যতা প্রমাণ করার দ্বার উন্মোচিত করবে।
bdnews24.com/classifieds/jobs
সুযোগ সুবিধার দিক থেকে এই ওয়েবসাইটটিও কম এগিয়ে নয়। বরং, একটি বিশেষ সুবিধার কারণে অন্যান্য ওয়েবসাইটগুলোর পেছনে একে ফেলা সম্ভব নয়। আর তা হল এর ফ্রি ইমেইল এলার্ট অপশন।
এটি মূলত একটি সার্চ ইঞ্জিন যেখানে প্রতিনিয়ত বিভিন্ন চাকরির বিজ্ঞাপন দেওয়া হয়। আপনি যখন কোনো কিছু সার্চ করবেন, সেই তথ্য এই ওয়েবসাইট সংরক্ষণ করবে। এতে আপনাকে প্রথমেই ইমেইল দিয়ে সাইন আপ করতে হবে। অর্থাৎ, আপনার ইমেইলটিও এদের কাছেই থাকছে। পরবর্তীতে যখন আপনার সার্চ অনুসারে কোনো চাকরির তথ্য এদের কাছে আসবে, তখনই তারা আপনাকে ইমেইলের মাধ্যমে বিষয়টি জানিয়ে দেবে।
অর্থাৎ, এক প্রকার অর্থে, আপনি নিজে যখন চাকরির বিজ্ঞাপন খুঁজছেন, তখন এরাও আপনার সাথেই খুঁজছে। আর যখনই আপনার চাহিদা অনুসারে খুঁজে পাবে, সাথে সাথেই আপনাকে তা জানাবে।
chakri.com
চাকরি ডট কম হল চাকরি প্রার্থী এবং নিয়োগদাতাদের মিলনমেলা। এর উদ্দেশ্যই হল দক্ষ এবং যোগ্য ব্যক্তিদের সঠিক কোম্পানি কিংবা প্রতিষ্ঠানগুলোর নজরে আনা। বাংলাদেশের সর্বোৎকৃষ্ট ওয়েবসাইটগুলোর মধ্যে এর ভূমিকা অন্যতম।
অল্প সময়ে এবং সহজ উপায়ে যেনো একজন প্রার্থী সঠিক জায়গায় পৌঁছাতে পারে তার জন্যই চাকরি ডট কমের এই আয়োজন। আবার, হাজারও প্রার্থীর ভীড়ে কোন কাজের জন্য কোন প্রার্থী প্রয়োজন তার শর্ট লিস্ট বানাতেও এগিয়ে এই ওয়েবসাইট। যার মাধ্যমে নিয়োগদাতাও তার প্রয়োজন অনুযায়ী সঠিক ব্যক্তি সহজেই খুঁজে পেতে পারেন।
প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে স্বচ্ছতার সাথে কার্যক্রম চালিয়ে যাচ্ছে চাকরি ডট কম।
unijobs.bd.com
উপরোল্লিখিত দুটি ওয়েবসাইটের মত এটিও অনলাইন চাকরি প্রার্থীদের জন্য বন্ধুসুলভ। তবে এতে কিছুটা পার্থক্য আছে। আর তা হলো সিভি লেখার টিপস, স্যাম্পল সিভি, ক্যারিয়ার বিষয়ক বিভিন্ন আলোচমা ইত্যাদি।
বাংলাদেশের সর্বোৎকৃষ্ট চাকরির বিশ্বস্ত ওয়েবসাইটগুলোর মধ্যে এটি একটি যেখানে বিশিষ্ট নিয়োগদাতাদের নজরে আসার সুযোগ রয়েছে। চাকরি খোঁজার পদ্ধতিটা আরও সহজ করে দেওয়ার চেষ্টা করা হয়েছে এই ওয়েবসাইটটিতে।
নিয়োগদাতা এবং চাকরি প্রার্থীদের একই প্ল্যাটফর্ম এ নিয়ে আসার ক্ষেত্রে সত্যিই অনন্য এই ইউনিজবস বিডি ডট কম।
শেষ কথা
এগুলো ছাড়াও বাংলাদেশের আরো কিছু চাকরি খোঁজার ওয়েবসাইট আছে। তবে, এগুলো প্রধান। তাই, এগুলোর যে কোনোটির মাধ্যমেই হয়ত আপনি আপনার লক্ষ্যে পৌঁছে যেতে পারেন। অনলাইন ওয়েবসাইটগুলো সত্যিই মানুষের পরিশ্রম অনেকটা কমিয়ে দিয়েছে। তাই, এই সময়টা চাকরির ইন্টারভিউ’র প্রস্তুতি নিতে থাকুন। সাফল্যের জন্য শুভকামনা রইল।
আমাদের আজকের এই
আর্টিকেল যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আর্টিকেলটি সোশ্যাল মিডিয়াতে
শেয়ার করবেন।
0 Comments