এন্ড্রয়েড স্মার্টফোন স্লো চার্জ নেওয়ার ৪টি মূল কারণ ও সমাধান
আপনি কি আপনার স্মার্টফোনের স্লো চার্জিং নিয়ে চিন্তিত ? ব্যঝতে পারছেন না কেনো এরকম হচ্ছে ? চিন্তা নেই , পড়ে ফেলুন আজকের পোস্ট এবং পেয়ে যান কারণ ও সমাধান ।
আমরা সবাই বর্তমান যুগে, স্মার্টফোন
ব্যবহার করে থাকি। অতিরিক্ত মাত্রায় হোক আর স্বল্পমাত্রায়, স্মার্টফোন এখন
প্রতিটা ঘরেই বিদ্যমান।
আর প্রতিনিয়ত স্মার্টফোনের বিভিন্ন নতুন প্রযুক্তি, ফিচার ও আপডেট আসছে যা সবার জানা। এপ্লিকেশন, সফটওয়্যার, হার্ডওয়্যার, থেকে শুরু করে, ফোনের লঞ্চার প্যাড অব্দি এডিটিং করা যাচ্ছে বর্তমান সময়ে।
কিন্তু আপনারা কি ভেবে দেখেছেন, পিছিয়ে আছে কোন জায়গাটি?
হ্যা, ঠিকই ধরেছেন, এটা হলো আমাদের স্মার্টফোনের ব্যাটারি। আমরা সবাই স্মার্টফোনের বিভিন্ন অন্য ফিচার বা সফটওয়্যার এর উন্নয়ন বা আপডেট দেখে থাকলেও, ব্যাটারির ক্যাপাসিটি বা কার্যক্ষমতা, বা চার্জিং সুবিধায়, কোনো বিশেষ উন্নয়ন বা টেকসই কোনো ব্যবস্থা দেখতে পাচ্ছিনা।
যদিও ওয়্যারলেস চার্জিং, এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন ব্যাটারি এখন বাজারে রয়েছে, কিন্তু তবুও, ব্যাটারির কার্যক্ষমতা দ্রুত কমে যাওয়া, বা চার্জিং স্লো হয়ে যাওয়ার সমস্যা সব ধরনের ফোনেই কম বেশি হয়ে থাকে।
মূল ব্যাপার হলো, ফোনের চার্জিং স্পীড হঠাৎ স্লো হয়ে যাওয়ার সমস্যা। অর্থাৎ আগে হয়তো আপনার ফোন ২ ঘন্টায় ফুল চার্জ হতো, আর এখন হয়তো ৫ ঘন্টায়ও হচ্ছেনা। কিন্তু কেনো? এমন সমস্যাগুলো আসলে কেনো হয়? কি এর সমাধান?
আজ আমরা ফোনের এই চার্জিং স্পীড স্লো হওয়া এবং এর সমাধানগুলো নিয়েই কথা বলবো। তো চলুন আর কথা না বাড়িয়ে, মূল আলোচনা শুরু করা যাক।
১. চার্জার ক্যাবল প্রবলেম
আপনি যদি আপনার স্মার্টফোন অনেক দিন যাবত ব্যবহার করেন, তাহলে আপনার চার্জার ক্যাবল স্বাভাবিকভাবেই দিন দিন কার্যক্ষমতা হারাতে থাকবে।
আর হুট করে যদি আপনি খেয়াল করেন, যে আপনার ফোন অনেক স্লো চার্জ নিচ্ছে, তাহলে আপনি প্রথমেই যে কাজটি করবেন, সেটা হলো ক্যাবল চেক করুন।
কারণ কেবল অনেক দিন ব্যবহার করা হলে, স্বাভাবিকভাবেই এক সময়ে তা থেকে ভালো আউটপুট আসা কমে যাবে। আগে হয়তো ২ ঘন্টায় আপনার ফোনে ১০০% চার্জ হতো কিন্তু এখন হয়তো ৪ ঘন্টায়ও হচ্ছেনা।
চার্জার ক্যাবলের গোড়া, তারের মধ্যেকার জয়েন্ট এবং কানেক্টর পিনগুলো একটু ভালো করে দেখলেই বুঝতে পারবেন এখানে কোনো গোলমাল আছে কিনা।
যদিও আপনি মেক্যানিক নন, তবুও আপনি চোখের আন্দাজে এটুকু অবশ্যই বুঝতে পারবেন। যদি দেখেন যে ক্যাবল নড়বড়ে বা কানেক্টর পিন এর অবস্থা ভালো নয়, তাহলে বুঝে নেবেন যে আপনার চার্জার এর ক্যাবল বদলাতে হবে।
ক্যাবল বদলানোর সময়ে, আপনার অরিজিনাল ফোনের কার্যক্ষমতা সম্পন্ন ক্যাবলই কেনার চেষ্টা করবেন।
এর চেয়ে বেশি বা কম পাওয়ার এর হলে আপনার ব্যাটারিতে খারাপ প্রভাব পড়তে পারে। তখন আবারও ঝামেলা পোহাতে হতে পারে। তাই এক্ষেত্রে অবশ্যই সাবধান থাকবেন।
২. ফোনের চার্জার পোর্ট নষ্ট হওয়া
প্রায় ৮০% সময়ে, চার্জার পোর্ট নষ্ট হয়ে, চার্জিং স্পীড কমে যায়। চার্জার পোর্ট হচ্ছে ফোনে থাকা অংশ, যেখানে চার্জারের ক্যাবল ইনপুট করতে হয়।
মূলত, এই পোর্ট খারাপ হয়ে গেলে, ফোনের চার্জ নেয়া একপ্রকার বন্ধই হয়ে যায়। হয়তো সারাদিন আপনার ফোন চার্জে ফেলে রাখলেও ১৫-২০% চার্জ উঠতে পারে। কিন্তু আপনি কিভাবে বুঝবেন যে আপনার ফোনে এই সমস্যাটি হয়েছে? আমি বলে দেই।
যখন আপনি খেয়াল করবেন, যে আপনার ফোন অত্যাধিক সময় চার্জে রাখা সত্ত্বেও চার্জ নেয়া শো করছে কিন্তু ব্যাটারির পারসেন্টেজ বাড়ছেনা।
এরপর, আপনার চার্জার ক্যাবলে হালকা নড়াচড়া লাগলেই ফোন চার্জ থেকে ডিসকানেক্ট হয়ে যাবে, যেটা সাধারণত হয়না। আরো একটি বিষয় হলো, মাঝে মধ্যে ফোন অটোম্যাটিক চার্জ কানেকশন পাবে আবার বন্ধ হবে।
এসব সমস্যা দেখলেই বুঝতে পারবেন ফোনের চার্জার পোর্টে সমস্যা হয়েছে। এক্ষেত্রে আপনার চার্জার পোর্ট বদলে নিলে আবার চার্জিং স্পীড ঠিক হয়ে যাবে।
৩. ধীরগতির চার্জার বা ক্যাবল
অনেক সময় এমন হয় যে, চার্জার পোর্ট বা ক্যাবল বদলানোর পরেও চার্জিং স্পীড আগের মতো ফিরে আসে না। এর কারণ কি? আপনি ভাবতে পারেন, তাহলে আমি হয়তো আপনাকে বোকা বানাচ্ছি। কিন্তু আসলে তা না, বিষয়টি কি তা আমি আপনাকে বলছি।
আপনারা হয়তো অনেক সময়ই ফোনের চার্জার, বা চার্জার ক্যাবল ফোনের জন্য কেনেন। কিন্তু আপনারা কতো জন মানুষ, ফোনের অরিজিনাল চার্জার এর সাথে পাওয়ার ম্যাচ করে চার্জার বা ক্যাবল কেনেন? হয়তো ১০০০ এ ৫ জন হবে কিনা সন্দেহ।
এই কারণে ধরে নিন, আপনার ফোনের সবচেয়ে ভালো চার্জিং স্পীড আসবে. 9A (USB 2.1) ক্যাবলে, কিন্তু আপনি এর চেয়ে নিম্নমানের ক্যাবল বা চার্জার যদি বাজার থেকে কিনে আনেন, তাহলে কিন্তু দোষটা আপনারই।
এক্ষেত্রে আপনার ফোন নিশ্চয়ই অনেক স্লো চার্জ হবে এবং আপনি এর জন্য ভাবতেই থাকবেন কিন্তু উপায় খুজে পাবেন না। অনেক সময় আপনি আন্দাজে ক্যাবল বা চার্জার কিনলেও পাওয়ার ম্যাচ হয়ে যায়, সেক্ষেত্রে আপনার ভাগ্য ভালো।
তবে, এরকম মিস ম্যাচ হলে যে আপনি সমস্যায় পড়বেন, এটা জেনে রেখে, ভবিষ্যতে চার্জার বা ক্যাবল কিনলে অবশ্যই পাওয়ার ম্যাচ করে কিনবেন।
৪. ফোনের আপডেটে সমস্যা
আমাদের স্মার্টফোনে, নিয়মিতই সিস্টেম আপডেট আসে। এটা খুবই স্বাভাবিক ব্যাপার। কিন্তু এসব আপডেট নিয়মিত দেয়ার পর, হুট করে যদি আপনার ফোনের চার্জিং স্পীড কমে যায়, তাহলে কি করবেন? এক্ষেত্রে আসলে বিশেষ কিছু করার থাকেনা।
তবে আপনার বোঝার সুবিধার্থে বলি, আমার এক বন্ধুর Oppo ফোনে একবার সফটওয়্যার আসে। সে তাৎক্ষণিকভাবে সিস্টেম আপডেট করে নেয়। পরেরদিন তার সাথে দেখা হলে সে বললো, আপডেট দেয়ার পর থেকে ফোনের চার্জিং স্পীড লো হয়ে গেছে।
এই সমস্যাটি মূলত আপনার নয়, চার্জার বা পোর্টেরও নয়। এই সমস্যাটি হচ্ছে আপনার ফোনের সিস্টেম আপডেটের, যে জন্য এই সমস্যা আপনাকে পোহাতে হয়।
হয়তো আপডেটে ব্যাটারি অপটিমাইজেশনে কোনো প্রকার ভুল থাকতে পারে, সেজন্য। এরকম সমস্যা টের পেলে, আপনার হাতে দুইটি উপায় আছে।
একটি হচ্ছে নতুন আপডেটের জন্য অপেক্ষা করা, আর দ্বিতীয়, কাস্টম রম ইনস্টল করে ব্যবহার করা। যদিও কাস্টম রম সব ধরনের ফোনে সেট আপ করা কষ্টসাধ্য, তবে আপনি চেষ্টা করে দেখতেই পারেন।
উপসংহার
সুপ্রিয় পাঠকগণ, আজকের মতো এই ছিলো স্মার্টফোনের ব্যাটারি স্লো চার্জ নেয়ার কারণ ও সমাধান নিয়ে আমাদের আজকের পোস্ট।
আশা করি পোস্টটি আপনাদের ভালো লাগবে এবং অনেক কাজে আসবে। চাইলে পোস্টটি সেভ করে রাখতে পারেন ও বন্ধু বান্ধব এবং আত্নীয়দের সাথে শেয়ার দিতে পারেন।
ধন্যবাদ,
0 Comments