ফোনের স্ক্রিন ও কভার এর যত্ন নেওয়ার জরুরি কিছু টিপস।

ফোনের স্ক্রিন ও কভার এর যত্ন নেওয়ার জরুরি কিছু টিপস।

আমাদেরকে যদি প্রশ্ন করা হয় বর্তমানে আমরা কোন জিনিসটি ছাড়া থাকতে পারি না? আমাদের সকলেরই উত্তর হবে আমাদের ফোন! আপনি কি অবাক হচ্ছেন? এটা বলার কারন হচ্ছে, আপনি বিশ্বের যে কারো সাথে যুক্ত থাকতে পারবেন আপনার ফোনের মাধ্যমেই। বেশীরভাগ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন তাদের স্মার্টফোনে।  যারা স্মার্টফোন ব্যবহার করেন না, তারাও সবার সাথে কথা বলতে, মেসেজ করতে, গেম খেলতে, গান শুনতে, ছবি তুলতে ফোন ব্যবহার করেন।

ফোনের স্ক্রিন ও কভার এর যত্ন নেওয়ার জরুরি কিছু টিপস।


বর্তমানে মহামারীর সময় অফিস, ক্লাস, মিটিং, কনফারেন্স সবকিছুই হচ্ছে ইন্টারনেট এর মাধ্যমে। যা বেশীরভাগই ব্যবহার হয় ফোন এর মাধ্যমে। মোট কথা ফোন আমাদের নিত্যসঙ্গী। আর এই  ফোনকে বাইরের ধুলাবালি, আঘাত থেকে রক্ষা করতে আমরা প্রত্যেকেই কভার ব্যবহার করে থাকি। অনেকেই বিভিন্ন ডিজাইনার কভার ব্যবহার করে থাকেন। আবার অনেকের পছন্দ ট্রান্সপারেন্ট কভার। ট্রান্সপারেন্ট কভার বেশী জনপ্রিয় কারন এতে ফোন সুরক্ষিতও থাকে আবার ফোনের ডিজাইনও বোঝা যায়।

কিন্তু সমস্যা হচ্ছে ডিজাইনার কভার ব্যবহার করলে কভার এ ধুলা ময়লা জমে রং নষ্ট হয়ে যায়। ট্রান্সপারেন্ট কভার হলে সহজেই হলদেটে হয়ে যায়। এক্ষেত্রে অনেকেই কভার বদলে ফেলেন, অনেকেই এভাবেই ব্যবহার করেন। কিন্তু এটা দেখতে যেমন খারাপ লাগে, তেমনি বারবার পরিবর্তন করা ব্যয়বহুলও বটে। এছাড়াও কভার নিয়মিত পরিষ্কার করা উচিত কারন আমরা ময়লা হাতেও ফোন ব্যবহার করি, বলা হয়ে থাকে একটি টয়লেটে যে পরিমান জীবানু থাকে তা একটি ফোনের কভারে থাকে। এটা কিছুটা হলেও সত্যি।

বর্তমান মহামারীতে এবং যেকোন সময় জীবানু থেকে বাচতে নিয়মিত ফোন এর স্ক্রিন এবং কভার পরিষ্কার করা উচিত। অনেকেই হয়ত জানেন না, কিভাবে এটা করবেন। আমরা এ বিষয়টি নিয়েই আজকের পোস্টটি সাজিয়েছি। চলুন প্রিয় পাঠক জেনে নেয়া যাক কিভাবে আপনার ফোনের স্ক্রিন ও কভার পরিষ্কার করবেন।


ফোনের স্ক্রিন পরিষ্কার করার উপায়ঃ

ফোনের স্ক্রিন পরিষ্কার করতে হেক্সাজল বা হ্যান্ড রাব স্প্রে করুন। তারপর ট্যিসু পেপার দিয়ে মুছে ফেলুন। প্রতিদিন যতবার ফোন রেখে উঠবেন নতুন করে ফোন ব্যবহার করার আগে হেক্সাজল বা হ্যান্ডরাব দিয়ে পরিষ্কার করে নিন। এতে করে ফোন থেকে জীবানু ছড়ানোর সম্ভবনা থাকবে না। যদি হেক্সাজল না থাকে তাহলে লেবু জলে, বা গ্লিসারিন এ জলে মিশিয়ে স্প্রে করতে পারেন।  ফোনের স্ক্রিন এ অনেক সময় দাগ পড়ে যায়, ঘাম এ ঘোলা হয়ে যায়, সেটা দূর করতে নিয়মিত স্ক্রিন পরিষ্কার করা উচিত। 

ফোন কভার পরিষ্কার করার উপায়ঃ

গোলাপজল ও জলে

ফোন এর কভার খুবই স্মুথলি পরিষ্কার করতে ব্যবহার করতে পারেন গোলাপজল ও জলে। গোলাপজলের সাথে পরিমানমত জলে মিশিয়ে স্প্রে বোতলে রেখে দিন। তারপর সেটা ফোন কভার এ স্প্রে করুন। পরিষ্কার কাপড় বা টিস্যু দিয়ে ঘষে পরিষ্কার করে নিন। এরপর শুকনা কাপড় দিয়ে মুছে ফেলুন। এরপর কিছুক্ষন বাতাসে রেখে দিন এরপর ব্যবহার করুন। এটা কভারের ধুলা ময়লা যেমন দূর করবে তেমনি ঘোলা ভাবও দূর করবে।

অ্যালকোহল ব্যবহার করুন

অ্যালকোহল এ রয়েছে এন্টিসেপটিক উপাদান যা জীবানু যেমন পরিস্কার করে তেমনি কঠিন দাগও দূর করে। তবে এটা এমনিতে কভারে ঢাললে বাষ্পীভূত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই অ্যালকোহল জলেতে মিশিয়ে মিশ্রন তৈরি করুন। এবং এই মিশ্রন এ ফোন এর কভার ভিজিয়ে রাখুন। তারপর নরম টুথব্রাশ বা ব্রাশ দিয়ে হালকাভাবে ঘষলে জীবানু এবং হলদে দাগ দুইটাই দূর হয়ে যাবে। এরপর পরিষ্কার কাপড় দিয়ে ভালভাবে মুছে নিন। কিছুক্ষন বাতাসে রেখে তারপর ব্যবহার করুন।

সূর্যের আলো

শুনতে অবাক লাগলেও জীবানু ধ্বংস এবং কিছু ঘোলা দাগ দূর করতে সূর্যের আলো ভাল কাজ করে। ফোনের ট্রান্সপারেন্ট কভার রোদ এ রেখে দিতে পারেন বেশ কিছুক্ষন।  এরপর পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিয়ে ব্যবহার করুন।

সাবান জলে

খুব বেশী ডিজাইনযুক্ত কভার না হলে সাবান বা ডিটারজেন্ট মিশ্রিত জলেতে কভারটি ভিজিয়ে রাখতে পারেন। ভিজিয়ে কিছুক্ষন রেখে দিন। এরপর নরম ব্রাশ দিয়ে হালকা ঘষে পরিষ্কার করে নিন। যেখানে বেশী দাগ বা ময়লা সেখানে একটু জোরে ঘষা দিন। এরপর টিস্যু বা নরম কাপড় দিয়ে মুছে নিন। এরপর কিছুক্ষন এয়ার ড্রাই করে তারপর কভারটি ব্যবহার করুন।

টুথপেষ্ট ব্যবহার করুন

ফোনের কভার পরিস্কার করার জন্য টুথপেষ্ট একটি চমৎকার এবং সহজ উপায়। আমাদের সবার বাসাতেই এই উপাদানটি রয়েছে। ছোটখাটো চা বা কফির দাগ দূর করতে এর জুড়ি নেই। ফোন এর কভারে টুথপেষ্ট লাগিয়ে একটি নরম ব্রাশ দিয়ে গোলগোল করে বা বৃত্তাকারে কভারটি ঘষে নিন। এরপর চাইলে টিস্যু দিয়ে মুছে নিতে পারেন অথবা জলে দিয়ে ধুয়ে নিতে পারেন। ব্যবহারের আগে কভারটি অবশ্যই শুকিয়ে নিন। এটা আপনার ফোনের জীবানু যেমন দূর করবে তেমনি হলদে বা ঘোলা দাগ দূর করে ফোন এর কভার নতুনের মত চকচকে করে তুলবে।

বেকিং সোডা ব্যবহার করুন

ফোনের কভার পরিষ্কার করার একটি কার্যকর উপাদান হচ্ছে বেকিং সোডা। এটা সহজে হাতের নাগালেই পাওয়া যায়। বিশেষ করে ট্রান্সপারেন্ট কভার পরিষ্কার করতে এটা বেশী কার্যকর। প্রথমে ফোন থেকে কভার খুলে নিন এবং সমান ভাবে বেকিং সোডা কভারে ছিটিয়ে দিন। তারপর একটি নরম ব্রাশ বা টিস্যু দিয়ে ঘষে পরিষ্কার করে জলে দিয়ে ভালভাবে ধুয়ে ফেলুন। এরপর শুকিয়ে নিন।যদি ডিজাইনার কভার হয় তাহলে ডিজাইন থাকা স্থানে সাবধানে ব্রাশ দিয়ে ঘষবেন। তাহলে কভারের কোন ক্ষতি হবেনা। 

ফাইন স্যান্ড পেপার

মোটা ফাইন স্যান্ড পেপার ব্যবহার করে ফোন এর কভার পরিষ্কার করতে পারেন। এটি বেশ সহজে এবং যখন তখন কভার পরিষ্কার করার একটি দারুন উপায়। যেখানে দাগ বেশী বা হলদেটে দাগ পড়ে গেছে সেখানে হালকা জোরে রাব করুন, দেখবেন খুব সহজে হলদে দাগ দূর হয়ে যাবে। তবে ডিজাইন থাকলে জোরে ঘষবেন না, এবং কভারের ক্ষতি যেন না হয় এ ব্যাপারটি লক্ষ্য রেখে ফাইন স্যান্ড পেপার ব্যবহার করুন।

উপসংহার

ফোন আমাদের নিত্যসঙ্গী। আমরা খুব জরুরী কাজ ব্যতীত সারাদিনই ফোন নিয়ে সময় কাটাই। সবসময় পরিষ্কার হাতে ফোন ধরা সবসময় হয়না। অথচ এমনও হয় ফোন ধরে হাত না ধুয়েই আমরা মুখে হাত দেই বা খাবার খাই। এভাবে ফোন এর মাধ্যমে রোগ জীবানু ছড়াতে পারে। তাই নিয়মিত ফোনের স্ক্রিন ও ফোনের কভার পরিষ্কার যে শুধু ফোন আর কভারের সৌন্দর্য বৃদ্ধি করবে তাই নয় এটা আমাদের রোগ জীবানু থেকে ও রক্ষা করবে।

বর্তমান মহামারীতে এটা আরও বেশী দরকারী। সুপ্রিয় পাঠক আশা করি ফোনের স্ক্রিন ও কভার পরিষ্কার করতে উপরের টিপসগুলো আপনার কাজে আসবে।  এ বিষয়ে কোন  যেকোন মতামত বা প্রশ্ন থাকলে কমেন্ট করে আমাদের জানাতে পারেন। আমরা আপনার মতামতকে গুরুত্বসহকারে নিয়ে যত দ্রুত সম্ভব আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের মত এখানেই শেষ করছি।
ধন্যবাদ সবাইকে।


 

Post a Comment

0 Comments