Telephone / টেলিফোন আবিস্কার কোরেও গ্রাহাম বেল নিজের অফিসে কখনো টেলিফোন রাখেননি।

আজ আমরা যে মোবাইল ফোন ইউজ করছি, তার আবিস্কারের প্রাথমিক ধারণাটা এসেছিল টেলিফোন থেকেই যা আবিস্কার হয়েছিল ১৮৭৬ সালের ১৭ই মার্চ।

old telephone

টেলিফোন আবিস্কার করে পৃথিবী জুড়ে সাড়া ফেলে দিয়েছিলেন আলেক্সান্ডার গ্রাহাম বেল। অল্প সময়ের মধ্যেই পৃথিবী জুড়ে অসংখ্য অফিসে শোভা পেয়ে গিয়েছিল তার এই আবিস্কার। কিন্তু নিজের অফিসেই তিনি টেলিফোন রাখার বিপক্ষে ছিলেন। ফলে তার অফিসে কখনোই টেলিফোন রাখা হয়নি, কিন্তু কারণটা কি?

টেলিফোন আবিস্কার করার পরই আলেক্সান্ডার গ্রাহাম বেল অনেক ভেবে এই সিদ্ধান্তে উপনীত হলেন যে, এই যন্ত্রটা যতটা উপকারি ততটাই যন্ত্রণাদায়ক, যতটা কাজের ততটাই কাজের ব্যাঘাত সৃষ্টিকারী!

আসলে স্কটিশ এই বিজ্ঞানি বুঝেছিলেন, অফিসে টেলিফোন থাকলে তার কাজের ব্যাঘাত ঘটবে, তাই তিনি কখনো অফিসে টেলিফোন রাখেননি। অবশ্য নিজের বাসায় তিনি টেলিফোন ব্যবহার করেছিলেন যা তার সমালোচকদের মুখ বন্ধ করতে সাহায্য করেছিল সে সময়।

উল্লেখ্য, নিজের আবস্কারকেই উটকো ঝামেলা মনে করা এই মহান ব্যক্তি ২ আগস্ট ১৯২২ সালে মারা যান। মানুষে মানুষে দূর দূরান্ত থেকে যোগাযোগের এই পদ্ধতি আবিস্কার করায় মৃত্যুর পর তার  সন্মানার্থে বিরামহীনভাবে টানা ১ মিনিট টেলিফোনের রিং বাজানো হয় আমেরিকাসহ ইউরোপের অনেক দেশে।

  ধন্যবাদ।

 

Post a Comment

0 Comments