ফেসবুক পেজের About অপশনে ছবি দিন

ফেসবুক পেজের About অপশনে ছবি দিন

ফেসবুক পেজের About অপশনে ছবি দিন

আপনারা অনেকেরই অনেক বড় বড় ফেসবুক পেজের About অপশনে দেখে থাকবেন ছবি দিয়ে থাকতে। 

কিন্তু আপনারা এখন যদি এই এবাউট অপশনে ছবি এড করতে যান অনেকেই দিশেহারা হয়ে যাবেন বা অনেকে অলরেডি কিভাবে ফেসবুক পেজের About অপশনে ছবি দিতে হয় তা হয়তো খুঁজে বেড়াচ্ছেন।

তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের ফেসবুক পেজের এবাউট অপশনে ছবি দিবেন

আপনি আপনার মোবাইল অথবা কম্পিউটার দিয়ে সেম ওয়ে তে করতে পারবেন।

তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করিঃ ( যারা আমার মতো আইলসা, পড়তে কষ্ট হয় তাদের জন্য নিচে ভিডিও এড করা হলো)

১। প্রথমেই আপনার ক্রোম ব্রাউজার ওপেন করে থ্রি ডটে ক্লিক করুন।

২। তারপর, ঐখান থেকে ডেস্কটপ মোড অন করে নিন।

৩। তারপর চলে যান Facebook.com এ এবং নিচে দেখানো মেনু অপশনে ক্লিক করুন।

৪। তারপর, আপনারা Pages নামে একটা অপশন পাবেন ঐটায় ক্লিক করুন এবং আপনার পেজ সিলেক্ট করুন।

৫। আপনার পেজ থেকে Switch Now নামের অপশনে ক্লিক করে ফেসবুকের ক্লাসিক ভার্সনে চলে যান।

৬। তারপর, আপনার পেজের বামপাশে About অপশন থেকে Our Story নামে একটা অপশন পাবেন।

৭। তারপর Our Story তে ক্লিক করে আপনি আপনার ছবি, তারপর টাইটেল এবং কিছু লিখে পাবলিশ করুন।

বিঃ দ্রঃ আপনি একবার স্টোরি দিলে আর চেঞ্জ করতে পারবেন না। তাই ধীরে-সুস্থে, ভেবে – চিন্তে দিন।

৮। তারপর শুধু পাবলিশ করে দিন এবং আপনার কাজ শেষ।

ধন্যবাদ।

 

Post a Comment

0 Comments